Medinipur News: মেদিনীপুরে জেলা শাসকের দফতরের সামনে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ | ABP Ananda Live
ABP Ananda Live: চাকরিহারা শিক্ষকরা রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছেন। মেদিনীপুরে জেলা শাসকের দফতরের সামনে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ। যোগ্য হয়েও কেন চাকরিহারা? রাজ্য সরকারকে দায়ী করে বিক্ষোভ। কালেক্টরেট মোড়ে প্রতীকি পথ অবরোধ।
SSC-র ২০১৬ সালের পুরো প্য়ানেলই বাতিল। শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খুইয়েছেন ২৫ হাজার ৭৫২ জন। রাতারাতি চাকরি খুইয়ে কার্যত দিশেহারা যোগ্যরা। কীভাবে সংসার চলবে, সেই চিন্তা রাতের ঘুম উড়েছে হাজার হাজার চাকরিহারার। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বার্তা, "মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সবর্তোভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যাঁরা আছেন, তাঁদের পাশে আমরা সর্বতোভাবে থাকব। মানবিকভাবে থাকব, রাজনৈতিকভাবেও থাকব।" শুধু তা-ই নয়, সমস্ত শিক্ষকের উদ্দেশে তাঁর বার্তা, "ভরসা রাখুন।"


















