Jadavpur University: 'যাদবপুর হস্টেলে ইন্ট্রোর নাম করে একটা ঘরের মধ্যে চলতে থাকে মানসিক নির্যাতন', পুলিশের হাতে এল চাঞ্চল্যকর তথ্য। ABP Ananda Live
যাদবপুর হস্টেলে কী ঘটেছিল সেই রাতে? পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। ডিন অফ স্টুডেন্টসকে একদলের ফোন, আরেকদল ব্যস্ত র্যাগিংয়ে? । 'রাত ১০.০৫: ডিন অফ স্টুডেন্টসকে একজনের ফোন'। 'এরপরেই ডিন অফ স্টুডেন্টস ফোন করেন হস্টেলের সুপারকে'। 'রাত ১১.৩০: ইন্ট্রোর নাম করে একটা ঘরের মধ্যে চলতে থাকে মানসিক নির্যাতন'।'রাত ১১.৪৫: হস্টেলের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় ছাত্রের দেহ উদ্ধার'। ধৃতদের জেরায় ৯ অগাস্টের রাতের অত্যাচারের হাড়হিম করা তথ্য: পুলিশ সূত্র। '১ ঘণ্টা ৩৪ মিনিট ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে চলেছিল টর্চার'।'৩ তলা থেকে পড়ে ছাত্রের মৃত্যু, প্রথমে ৪ তলার ঘরে শুরু হয় নির্যাতন'।'এরপরে ৪ তলা থেকে ৩তলার একের পর এক ঘরে এনে ইন্ট্রো'। '৯ তারিখের আগের দিনও হয়েছিল র্যাগিং, পরের দিনও অত্যাচার'। মৃত ছাত্রের নাম করে চিঠি লেখানোয় মুখ্য ভূমিকা ছিল সৌরভ-সপ্তকের: পুলিশ সূত্র।

















