Dilip Ghosh: 'হুমকি-হুঁশিয়ারি চলছেই, মন্তেশ্বরের ঘটনা তারই জের,' দাবি দিলীপ ঘোষের। ABP Ananda Live
ভোট মিটতেই মন্তেশ্বরে বিজেপি বুথ সভাপতির রহস্যমৃত্যু। মন্তেশ্বরের সেলে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ১৬৮ নম্বর বুথে বর্ধমান-দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের পোলিং এজেন্ট ছিলেন বিশ্বজিৎ রায়। ওই বুথেরই তিনি সভাপতি ছিলেন।আজ সকালে বিজেপি নেতার বাড়ির গোয়ালঘরের সামনে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের দাবি, পারিবারিক কারণে আত্মঘাতী হয়েছেন বিজেপির পোলিং এজেন্ট। খুনের ঘটনা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে, এই অভিযোগে মন্তেশ্বর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। হুমকি-হুঁশিয়ারি চলছেই, এই ঘটনা তারই জের, দাবি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের।

















