Morning Headlines: প্রয়াত বাপি লাহিড়ি, আজ মুম্বইয়ে শেষকৃত্য। Bangla News
সুরের আকাশে ফের নক্ষত্র পতন। ৬৯ বছর বয়সে স্লিপ অ্যাপনিয়া-য় প্রয়াত বাপি লাহিড়ি (Bappi Lahiri)। আমেরিকা থেকে ছেলে ফেরার পর আজ মুম্বইয়ে শেষকৃত্য। ডিস্কো কিংয়ের (Disco King) প্রয়াণে শোকস্তব্ধ বলিউড (Bollywood)।
প্রজন্মের সঙ্গে জড়িয়ে বাপি লাহিড়ির সৃষ্টি, ট্যুইট প্রধানমন্ত্রীর (PM Narendra Modi)। গর্বিত করেছে অবদান, শোকবার্তা মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee), রবীন্দ্রসদনে জানালেন শেষশ্রদ্ধা।
তারার দেশে সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। রবীন্দ্রসদন থেকে কেওড়াতলা পর্যন্ত শেষযাত্রায় অনুরাগীদের সঙ্গে পা মেলালেন মুখ্যমন্ত্রী।
পূর্ণ মর্যাদায় গীতশ্রীকে চিরবিদায়। রবীন্দ্রসদনে শেষশ্রদ্ধা জানালেন শিল্পী থেকে রাজনীতিকরা।
পুরভোটের আগে রণক্ষেত্র মাথাভাঙা। সিপিএমের মিছিলে হামলা। থানায় ঢুকেও মারধরের অভিযোগ।
২৭ ফেব্রুয়ারি ভোট, ২ মার্চ রাজ্যের ১০৮ পুরসভার ফলঘোষণা। বিজ্ঞপ্তি জারি রাজ্য নির্বাচন কমিশনের। ২ হাজার ২৭২টি ওয়ার্ডে ভোটগ্রহণ।
এসএসসি গ্রুপ সি নিয়োগে দুর্নীতির তদন্তে সিবিআইয়ের নির্দেশ চ্যালেঞ্জ। সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে রাজ্য। আজ শুনানির সম্ভাবনা।
পুরভোটের মুখে কোচবিহারে গিয়ে মন জয়ের চেষ্টায় মুখ্যমন্ত্রী।
এবার নারায়ণী সেনাদের সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগ। কোচবিহারে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কেন খুন ভবানীপুরের রত্ন ব্যবসায়ী? এখনও অধরা মূল অভিযুক্ত। চিহ্নিত মুক্তিপণ আদায়ের সময় ব্যবহৃত ট্যাক্সি। ভিক্টোরিয়া থেকে হাওড়া স্টেশনে যায় অভিযুক্ত, দাবি চালকের।
রাজ্যে একদিনে ৪৩৯ জন করোনা আক্রান্ত, ১৮ জনের মৃত্যু। দৈনিক মৃত্যুতে উত্তর ২৪ পরগনার সঙ্গে শীর্ষে বীরভূম। তারপরেই দার্জিলিং, মুর্শিদাবাদ, নদিয়া।
জরুরি বিভাগে আসা রোগীদের সর্বোচ্চ ৩ দিনের, আউটডোরে মিলবে সর্বোচ্চ ৭ দিনের ওষুধ। ন্যাশনাল মেডিক্যাল কলেজের সুপারের নির্দেশ ঘিরে বিতর্ক।
২ বছর পরে স্কুলে ফিরল ছোটরা। সরকারি স্কুলে সপ্তম শ্রেণি পর্যন্ত শুরু হল ক্লাস। বেসরকারি স্কুলে ধাপে ধাপে খোলার পরিকল্পনা।
রবিদাস জয়ন্তী উপলক্ষে দিল্লির করোলবাগের মন্দিরে প্রধানমন্ত্রী।