Morning Headlines: আর জি কর-কাণ্ডে আজ ফের সুপ্রিম কোর্টে শুনানি, মেয়ের বিচারের আশায় পরিবার
সুপ্রিম কোর্টে ফের আর জি কর মামলার শুনানি। আজ দুপুরে হবে শুনানি। এবার কি বড় কোনও নির্দেশ আসবে সর্বোচ্চ আদালতের তরফ থেকে? নির্যাতিতার মা-বাবা থেকে আন্দোলনকারী চিকিৎসক, সাধারণ মানুষ, সবার নজর সোমবারের সুপ্রিম শুনানিতে। বাংলার বুকে পুজো এসেও যেন আসছে না। আর এই আবহেই, সোমবার ফের সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে সোমবার এই মামলার শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টে আর জি কর কাণ্ডের মামলার শেষ শুনানি হয়েছে গত ১৭ সেপ্টেম্বর। এরপর, ২৭ শে সেপ্টেম্বর হওয়ার কথা ছিল পরবর্তী শুনানি। কিন্তু রাজ্য সরকারের আবেদনের প্রেক্ষিতে শুনানি ২ দিন পিছিয়ে যায়। দিন ধার্য হয় ৩০ সেপ্টেম্বর, সোমবার।


















