Murshidabad News: ওয়াকফ বিক্ষোভের জেরে কোথায় কোথায় আটকে দূরপাল্লার ট্রেন ?
ABP Ananda LIVE: ওয়াকফ-আইনের বিরোধিতায় ফের অশান্ত মুর্শিদাবাদ। সুতির সাজুর মোড়ে যাত্রীবাহী বাসে আগুন। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পাল্টা টিয়ার গ্যাস।
উত্তরবঙ্গগামী ১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ দীর্ঘ সময় ধরে। সুতি থেকে সামশেরগঞ্জের ধুলিয়ান যাওয়ার ডাকবাংলো মোড়ে রাস্তায় দফায় দফায় সংঘর্ষ। লুঠপাটেরও অভিযোগ। লালগোলায় জঙ্গিপুর-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ।
আরও খবর...
কসবার DI অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। চাকরি চাইতে গিয়ে মিলেছে পুলিশের লাঠি। ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন একাধিক শিক্ষক। লাঠির আঘাতে মাটিতে পড়ে যান চাকরিহারাররা। এমনকী লাথিও মারা হয় তাদের। যা নিয়ে পাল্টা পুলিশের তরফে দাবি তাদের উপরও হামলা হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে ভিডিও দেখিয়ে পুলিশ তরফে দাবি করা হয়, তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন আন্দোলনকারীরা। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলেও শান্তভাবে আটকানোর চেষ্টা করেছিল পুলিশ। শেষমুহূর্তে আত্মরক্ষায় বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছে পুলিশ। লালবাজারের তরফে দাবি, কসবাকাণ্ডে বিক্ষোভকারীদের হাতে ১৩জন পুলিশকর্মী আহত হয়েছেন।


















