Murshidabad: সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদের নামে মুর্শিদাবাদ হিংসার আগুন, মৃত তিন
ABP Ananda Live: অশান্ত মুর্শিদাবাদ, বন্ধ ইন্টারনেট পরিষেবা। আজ থেকে মঙ্গলবার রাত পর্যন্ত জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা ও বীরভূমের একাংশে বন্ধ পরিষেবা, গুজব রুখতে নির্দেশ নবান্নের। তপ্ত সামশেরগঞ্জ, শান্তি ফেরাতে বিডিও অফিসে সর্বদল বৈঠকের আগেই কাটল তাল। ফের অশান্তি শুরু, দাবি জানিয়ে বৈঠক ত্যাগ গেরুয়া শিবিরিরে। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদের নামে মুর্শিদাবাদ হিংসার আগুন, মৃত তিন। ধুলিয়ানে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে খুন বাবা-ছেলেকে। সুতিতে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু। অশান্ত সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ, জঙ্গিপুর। মৃত তিন, গুলিবিদ্ধ ২ কিশোর সহ চার জন। ধুলিয়ানে গুলিবিদ্ধ আরও এক। আহত ১৫ পুলিশকর্মীও।
মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় এবার গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুললেন কুণাল ঘোষ। তাঁর বিস্ফোরক দাবি, BSF-এর একাংশের সহযোগিতায়, সীমান্ত দিয়ে আপত্তিকর হামলাকারীদের ঢুকিয়ে গন্ডগোল করানো হয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। একইসঙ্গে এদিন অন্য রাজ্যের অশান্তির ছবি বাংলার বলে প্রচারেরও অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা। বিজেপির পাশাপাশি আক্রমণ করেছেন সিপিএমকে। যার জবাব দিয়েছে দুই বিরোধীদলই।
৪ দিনের মাথায় SSC ভবন-আচার্য সদনের সামনে থেকে চাকরিহারাদের অনশন প্রত্যাহার। এবার আমরণ অনশনের হুঁশিয়ারি। ১৫ এপ্রিল সিজিওতে ডেপুটেশন। চাকরি বাতিল ইস্যুতে বিজেপির মিছিলে শুভেনদু-সুকান্ত-দিলীপ। মন্ত্রিসভা বাঁচল বাম আমলের রুল ঢাল করে, আক্রমণ শুভেনদুর। কটাক্ষ কুণালের। তৃণমূল-বিজেপি গটআপ, পাল্টা সেলিম। চাকরিহারা শিক্ষকদের স্যালারি রিক্যুইজিশন কি আপলোড হবে সরকারি পোর্টালে ? মেলেনি নির্দেশ। কী করবেন প্রধান শিক্ষকরা ? ডিআই অফিসের নির্দেশের জন্য ২০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা।


















