Murshidabad News: শপিং মল থেকে দোকান, বাড়ি, অবাধে ভাঙচুর, লুঠপাট, রাস্তায় জ্বলছে পুলিশের গাড়ি
ABP Ananda Live: অশান্ত মুর্শিদাবাদ থেকে এক কাপড়ে মালদায় পালিয়ে আসতে বাধ্য হয়েছে একাধিক পরিবার। সামশেরগঞ্জের ধুলিয়ান থেকে মালদার বৈষ্ণবনগরের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন প্রায় ৫০০ জন। অভিযোগ, তাঁদের বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। বিএসএফের সহযোগিতায় কোনও রকমে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছেন।এদিকে এখনও থমথমে মুর্শিদাবাদের ধুলিয়ানের রতনপুর এলাকা। ফাঁকা রাস্তা, বেশিরভাগ দোকানপাট বন্ধ। রাস্তায় এখনও পড়ে আছে পুলিশের ভাঙা গাড়ি। আজ সকালে পুলিশের আশ্বাস মেলার পরে একটি ওষুধের দোকান খুলেছে। সেই দোকানেও গত পরশু ভাঙচুর চালানো হয়েছিল। দোকান খুললেও আতঙ্কে রয়েছেন মালিক। এলাকায় একাধিক ওষুধের দোকান বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে ধুলিয়ান বাজারের একটি মিষ্টির দোকানে ব্যাপক ভাঙচুর লুঠ চালানো হয়। আজ সেই দোকানই পরিষ্কার করার ছবি দেখা যায়। আজ সকাল থেকেই রাস্তায় রাস্তাট টহল দিচ্ছে বিএসএফ। রুটমার্চ করেছে পুলিশও। অন্যদিকে ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের বাড়িতে এখনও ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। তালা বন্ধ অবস্থায় রয়েছে বাড়িটি।
‘বাংলায় আগুন জ্বললে কার লাভ’? মুর্শিদাবাদে গন্ডগোল করানো হয়েছে বলে দাবি কুণালের, নিশানায় BSF ও BJP
মুর্শিদাবাদে অশান্তির জন্য এবার সীমান্তরক্ষী বাহিনী BSF-কে কাঠগড়ায় তুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর দাবি, BSF-এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে হামলাকারী ঢোকানো হয় মুর্শিদাবাদে। ইচ্ছাকৃত ভাবে, প্ররোচনা জুগিয়ে গন্ডগোল করানো হয়েছে। BSF-এর একাংশকে কাজে গালিয়ে দুষ্কৃতীদের দিয়ে হামলার পর সরানো হয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন কুণাল। (Kunal Ghosh on Murshidabad Unrest)
আদালতের নির্দেশে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নেমেছে। তবে ইতিমধ্যেই তিন জনের প্রাণ চলে গিয়েছে। আজও একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর মিলেছে। সেই আবহেই সাংবাদিক বৈঠক করে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন কুণাল। তিনি বলেন, "বিজেপি-র পাতা ফাঁদে পা দেওয়া হচ্ছে। এটা করবেন না। আমাদের কাছা মারাত্মক সব অভিযোগ আসছে। এই সব অভিযোগগুলি খতিয়ে দেখতে, যথাযথ তদন্তের অনুরোধ করছি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।" (Anti Waqf Protests in Murshidabad)


















