Nahati News: মালদার পর এবার নৈহাটি। প্রকাশ্যে জনবহুল এলাকায় তৃণমূলকর্মীকে হত্যা, নেপথ্যে কী কারণ?
ABP Ananda Live: মালদার কালিয়াচকের পর এবার উত্তর ২৪ পরগনার নৈহাটি। ফের এক তৃণমূল কর্মীকে থেঁতলে গুলি করে খুনের অভিযোগ উঠল! স্থানীয় সূত্রে খবর, মৃত তৃণমূল কর্মী সন্তোষ যাদব ও অভিযুক্ত রাজেশের মধ্যে এলাকা দখল নিয়ে বিবাদ দীর্ঘদিনের। বৃহস্পতিবার রাজেশের উপর হামলা চালিয়েছিলেন তৃণমূল কর্মী। অভিযোগ, আজ রাস্তায় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে ধাওয়া করে খুন করে রাজেশ ও তার দলবল। তৃণমূলের দাবি, অভিযুক্ত রাজেশ বিজেপি কর্মী। অর্জুন সিংহর নির্দেশেই খুন করা হয়েছে তৃণমূল কর্মীকে। যদিও অভিযোগ উড়িয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দাবি করেছেন, খুনের নেপথ্যে রাজনৈতিক নয় ব্যক্তিগত শত্রুতা রয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, থেঁতলে খুন করা হয়েছে তৃণমূল কর্মীকে। গুলি চালানো হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।


















