PM Modi:'নিয়োগে দুর্নীতি, কেন্দ্রীয় প্রকল্পে বাধা থেকে বাংলার মানুষকে বঞ্চনা',আক্রমণ প্রধানমন্ত্রীর
ABP Ananda Live: নিয়োগে দুর্নীতি, কেন্দ্রীয় প্রকল্পে বাধা থেকে বাংলার মানুষকে বঞ্চনা... বিধানসভা ভোটের আগে, অপারেশন সিঁদুরের আবহে পশ্চিমবঙ্গে এসে তৃণমূল সরকারকে একাধিক ইস্যুতে বিঁধলেন প্রধানমন্ত্রী। জবাবে বিজেপিকে জুমলা পার্টি, লুঠপাটকারীদের দল, মিথ্যার জঞ্জাল বলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। মোদি সরকারের আমলে বাংলায় বরাদ্দের খতিয়ান তুলে ধরে পাল্টা মুখ্যমন্ত্রীকে প্য়াথেটিক লায়ার বললেন সুকান্ত মজুমদার।
বাঁশ, লাঠি দিয়ে পিটিয়ে অনুব্রত ঘনিষ্ঠের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ ! কাঠগড়ায় কাজল-অনুগামীরা
ফের বীরভূমে অনুব্রত মণ্ডল-কাজল শেখের সংঘাত। অনুব্রত ঘনিষ্ঠের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। অনুব্রত মণ্ডলের অনুগামী হওয়ায় হামলা, অভিযোগ আক্রান্ত তৃণমূল নেতার।
বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদটাই আর নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা কোর কমিটিই এখন সংগঠন চালাচ্ছে। তার পরেও বিধানসভা ভোটের একবছর আগে, বীরভূমে তৃণমূলের কোন্দল মেটবার নাম নেই। এবার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠকে মেরে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কাজল শেখের গোষ্ঠীর বিরুদ্ধে।





















