New Barrackpore incident: SSC দাগি তালিকায় নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধানের মেয়ের নাম
ABP Ananda LIVE: এসএসসি দাগি তালিকায় নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধানের মেয়ের নাম। ১৩৬০ নম্বরে নাম রয়েছে স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের নাম। তৃণমূল কংগ্রেস পরিচালিত নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধান স্বপ্না বিশ্বাস। দমদম-ব্যারাকপুর মহিলা জেলা তৃণমূলের সভাপতি স্বপ্না বিশ্বাস। মাসুন্দা বয়েজ হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি স্বপ্না বিশ্বাস। তৃণমূল নেত্রী স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের চাকরি চলে গেছে। শতাব্দী বিশ্বাস ভূগোলের শিক্ষিকা ছিলেন, ২০১৯ সাল থেকে মাসুন্দা বয়েজ হাইস্কুলের শিক্ষিকা ছিলেন।
কৃষ্ণনগরে ছাত্রীকে গুলি করে খুন কাণ্ডে প্রথম গ্রেফতার, পুলিশের জােলে মূল অভিযুক্ত দেশরাজ সিংহর মামা
কৃষ্ণনগরে ছাত্রীকে গুলি করে খুন কাণ্ডে প্রথম গ্রেফতার। পুলিশের জােলে মূল অভিযুক্ত দেশরাজ সিংহর মামা। গুজরাতের জামনগর থেকে গ্রেফতার দেশরাজের মামা কুলদীপ সিংহ। খুনের কথা জেনেও দেশরাজকে আশ্রয়, পালাতে সাহায্যের অভিযোগ। ভুয়ো নথি বানিয়ে দেশরাজকে পালাতে সাহায্য করেন মামা, দাবি পুলিশ সূত্রে। উত্তরপ্রদেশের দেউড়িয়ার বাসিন্দা কুলদীপ প্রাক্তন সেনা কর্মী। বর্তমানে কুলদীপ সিংহ গুজরাতের জামনগরে কর্মরত। ছাত্রী খুনের প্রায় এক সপ্তাহ পরও অধরা মূল অভিযুক্ত দেশরাজ সিংহ।






















