North 24 Parganas : পুরভোটের আগে ভাটপাড়া পুরসভার দুই ওয়ার্ড কোঅর্ডিনেটরের নামে কুরুচিকর পোস্টার | Bangla News
পুরভোটের (Municipal Election) আগে ভাটপাড়া পুরসভার (Bhatpara Municipality) দুই ওয়ার্ড কোঅর্ডিনেটরের নামে পড়ল কুরুচিকর পোস্টার। গতকাল জগদ্দলের গোলঘর এলাকায় স্থানীয় নাগরিকবৃন্দের নামে এ ধরনের পোস্টার দেখা যায়। ভাটপাড়া পুরসভার তৃণমূলের দুই কোঅর্ডিনেটর ১০ নম্বর ওয়ার্ডের মনোজ গুহ ও ১৫ নম্বর ওয়ার্ডের সীমা মণ্ডলের বিরুদ্ধে পোস্টারে কুরুচিকর মন্তব্যের পাশাপাশি, চুরি ও তোলাবাজির অভিযোগ তুলে পুরভোটে টিকিট না দেওয়ার আবেদন জানানো হয়েছে। মনোজ গুহর দাবি, গোটাটাই ষড়যন্ত্র। মুখ খুলতে চাননি সীমা মণ্ডল। এই ঘটনায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, দাবি বিজেপির। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
![Fake Passport: পাসপোর্ট জালিয়াতি মামলায় দত্তপুকুর থেকে গ্রেফতার ১। ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/25/647b41953b05dd7e737ed130a7f909211735106548198967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)