North 24 Pargana: ফ্ল্য়াটের সিসি চাওয়ায় মহিলা চিত্রশিল্পী ও তাঁর মাকে মারধরের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে
উত্তর ২৪ পরগনার সোদপুরে আক্রান্ত মহিলা চিত্রশিল্পী। ফ্ল্য়াটের সিসি চাওয়ায় চিত্রশিল্পী ও তাঁর মাকে মারধরের অভিযোগ উঠল প্রোমোটার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগ ফ্ল্য়াটের দরজায় তালা দিয়ে দেন অভিযুক্ত প্রোমোটার। ঘটনায় খড়দা থানার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন আক্রান্ত চিত্রশিল্পী। ২০০৬ সালে প্রায় ১৪ লক্ষ টাকা দিয়ে ফ্ল্য়াটটি কেনেন তিনি। ২০১২ সাল থেকে থাকতে শুরু করেন। অভিযোগ বার বার অনুরোধ করা সত্ত্বেও প্রোমোটার সিসি দেননি। গত ১ সেপ্টেম্বর সিসি চাইতে গেলে মারধর করা হয় বলে অভিযোগ। প্রোমোটার রনজয় সাহার পাল্টা দাবি, ফ্ল্য়াটের টাকা এখনও বাকি। অভিযোগ পেলে ব্য়বস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানিহাটি পুরসভার পুরপ্রধান মলয় রায়।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
