Kalimpong Tunnel Accident: উত্তরাখণ্ডের পর কালিম্পং, ফের টানেলে দুর্ঘটনা । ABP Ananda Live
উত্তরাখণ্ডের পর কালিম্পং, ফের টানেলে দুর্ঘটনা। কালিম্পঙের ভালুখোলায় রেলের নির্মীয়মাণ টানেলে মৃত্যু শ্রমিকের। সেবক-রংপো রেল প্রকল্পের T-9 টানেলে দুর্ঘটনা, মৃত্যু শ্রমিকের। মাটি সরানোর কাজ করার সময় মেশিন চাপা পড়ে মৃত্যু শ্রমিকের।
এদিকে রাতারাতি ধুয়ে গেল আস্ত একটা রাস্তা। উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে ফের জোশীমঠে বিপর্যয়। পিথোরাগড়ে জলের তোড়ে ভেসে যায় রাস্তা। সেনা, ITBP জওয়ান-সহ একাধিক গ্রামের বাসিন্দারা আটকে পড়েন। মালারি জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে আটকে পড়েছে ট্রাক। রাস্তা মেরামতির কাজ শুরু করেছে বর্ডার রোড অর্গানাইজেশন।





















