RG Kar Protest: ৮ অগাস্ট বিনা অনুমতিতে সাইকেল মিছিলের অভিযোগে নোটিস, হাজিরা দিলেন ২ চিকিৎসক
ABP Ananda LIVE : ৮ অগাস্ট বিনা অনুমতিতে সাইকেল মিছিলের অভিযোগে, চিকিৎসক পুণ্য়ব্রত গুণ ও তমোনাশ চৌধুরীকে নোটিস দিয়েছিল ঠাকুরপুকুর থানা।একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল ২ চিকিৎসকের বিরুদ্ধে। ২ চিকিৎসক ও তাঁদের ২ গাড়িচালককে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। শেষ অবধি পাওয়া খবরে, ঠাকুরপুকুর থানায় পৌঁছলেন চিকিৎসক পুণ্য়ব্রত গুণ ও তমোনাশ চৌধুরী। পুলিশি তলবের প্রতিবাদে ঠাকুরপুকুরে বিক্ষোভ শুরু অভয়া মঞ্চের।
এসএসসির পর এবার প্রাথমিক নিয়োগ মামলাতেও উঠল 'যোগ্য-অযোগ্য' প্রসঙ্গ
এসএসসির পর এবার প্রাথমিক নিয়োগ মামলাতেও উঠল 'যোগ্য-অযোগ্য' প্রসঙ্গ। কারা 'বিশেষ সুবিধা' পেয়েছেন, কারা পাননি সেটা কীভাবে আলাদা করব? প্রশ্ন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর। আমরা কোনও 'বিশেষ সুবিধা' পায়নি বলে দাবি করেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষকদের একাংশের আইনজীবী। তখনই বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন যে কারা "বিশেষ সুবিধা" পেয়েছে আর কারা পায়নি সেটা কীভাবে আলাদা করব ? একইভাবে এসএসসি মামলা চলাকালীন বিচারপতি দেবাংশু বসাকও বারবার স্কুল সার্ভিস কমিশনকে প্রশ্ন করেছিলেন যে 'যোগ্য-অযোগ্য' আলাদা করা যাবে ? চূড়ান্ত রায়ে ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে, চাল আর কাঁকড় আলাদা করা সম্ভব হচ্ছে না বলে পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিতে বাধ্য হচ্ছে ডিভিশন বেঞ্চ।


















