Panagarh News: পানাগড়ে মর্মান্তিক ঘটনা, অভয়ার মায়ের সঙ্গে কথা মৃতার মায়ের
ABP Ananda Live: জাতীয় সড়কে দুষ্কৃতী তাণ্ডব, ধাওয়া করে গাড়ির ধাক্কা, তরুণীর মৃত্যু! রাত ১২.৩০: NH19-এ ২০ কিমি রাস্তা গাড়ি ধাওয়া, প্রাণ গেল তরুণীর! জাতীয় সড়কে ২০ কিমি রাস্তা ধাওয়া, কোথায় পুলিশ? কোথায় নজরদারি? পানাগড়ে গাড়ির ধাক্কা, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে তরুণীর মৃত্যু! 'চন্দননগর থেকে গয়া যাওয়ার সময় তরুণীর গাড়িকে ধাওয়া করে কটূক্তি। বুদবুদ পেট্রোল পাম্প থেকে জাতীয় সড়কে ধাওয়া করে দুষ্কৃতী তাণ্ডব'। মধ্যরাতে জাতীয় সড়কে দুষ্কৃতী তাণ্ডব, এখনও গ্রেফতারি শূন্য!
আর জি করের নির্যাতিতার পরিবারকে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী
আর জি করের নির্যাতিতার পরিবারকে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী। 'অপরাজিতা বিল পড়ে রয়েছে এখনও, পাশ হতে বাকি রয়েছে', ভাইদের বলছি বোনেদের রক্ষা করুন, আবেদন মুখ্যমন্ত্রীর।


















