এক্সপ্লোর
Partha Chatterjee: শান্তিনিকেতনে 'অপা'র নামাঙ্কিত বাড়ির দলিল, জমির রেকর্ডে নাম অর্পিতার
শান্তিনিকেতনের ফুলডাঙা প্রান্তিকে মিলল অপা নামাঙ্কিত বাড়ির দলিল। নথিতে উল্লেখ, ২০১২ সালে কলকাতার বাসিন্দা শ্যামলী বন্দ্যোপাধ্যায় ও সুষেণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ২০ লক্ষ টাকায় জমিটি কেনেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। প্রায় ৭ কাঠা মতো জমির ওপর তৈরি হয় অপা নামের বাড়িটি। শান্তিনিকেতনের শ্যামবাটি মৌজায় জমির দাগ ও খতিয়ান নম্বর দেখে বোলপুর ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক জানিয়েছেন, ২০২০ সালে ওই জমির মিউটেশন করানো হয়। সেইসময়ে জমির রেকর্ডে নাম ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের। এখনও সেই নামেই রয়েছে অপা নামে ওই বাড়ির মালিকানা। এবিপি আনন্দর হাতে সেই জমির দলিল।
জেলার
প্রতি বছরের মতো এবছরও কলকাতার বুকে পালিত হল 'বিজয় দিবস',উপস্থিত ছিলেন রাজ্যপাল
আরও দেখুন


















