PM Modi: তৃণমূলের বিরুদ্ধে ধারাল আক্রমণ ! 'বাঁচতে তাই, বিজেপি চাই'। নতুন স্লোগান দিলেন প্রধানমন্ত্রী
ABP Ananda LIVE: বাঁচতে তাই, বিজেপি চাই। নতুন স্লোগান দিলেন প্রধানমন্ত্রী। ছাব্বিশের বিধানসভা ভোটের একবছর আগে, চার মাসের মধ্য়ে তৃতীয়বার রাজ্য়ে নরেন্দ্র মোদি। আজ দমদমের সভা থেকে একদিকে তিনি তৃণমূলের বিরুদ্ধে ধারাল আক্রমণ শানালেন। অন্য়দিকে বক্তব্য়ের ছত্রে ছত্রে বিজেপিকে তৃণমূলের বিকল্প হিসেবে তুলে ধরার পুরোদসতুর চেষ্টাও করলেন। বাম জমানার শেষ দিকে, রাজ্য় রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল একটা স্লোগান - 'পরিবর্তন চাই'। দেড় দশক পর রাজ্য়ে এসে এক নতুন স্লোগান তুললেন নরেন্দ্র মোদি। বললেন--- "বাঁচতে চাই, বিজেপি তাই।" নরেন্দ্র মোদি বারবার আসল পরিবর্তনের ডাক যেমন দিলেন, তেমন এটাও বোঝানোর চেষ্টা করলেন আসল পরিবর্তন বলতে তিনি ঠিক কী বোঝাতে চাইছেন। আজকের সভা থেকে প্রধানমন্ত্রী বললেন--- আসল পরিবর্তন চাই। যা স্লোগানে নয়, কাজে দেখা যাবে। পরিবর্তন, যা শিল্প আনবে, চাকরি আনবে, মেয়েদের নিরাপত্তা দেবে। এমন পরিবর্তন, যেখানে বাড়ি-দোকান জ্বলবে না। দুর্নীতিগ্রস্তরা সরকারে নয়, জেলে থাকবে। নরেন্দ্র মোদির হুঙ্কার - এই আসল পরিবর্তন শুধু বিজেপিই আনতে পারে। তৃণমূল অবশ্য় এর জবাবে পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়েছে।


















