Ashok Dinda: নবান্ন অভিযানে ধুন্ধুমার, বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে FIR করতে চলেছে পুলিশ
ABP Ananda LIVE: নবান্ন অভিযানে ধুন্ধুমার, বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে FIR করতে চলেছে পুলিশ। পুলিশকে হুমকির অভিযোগ বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে। আরও ৬টি মামলা রুজু করতে চলেছে পুলিশ, লালবাজার সূত্রে দাবি। নবান্নে অভিযানে পুলিশকে মারধর, হুমকির অভিযোগ। নবান্নে অভিযানে হাইকোর্টের নির্দেশ মানা হয়নি, লালবাজার সূত্রে দাবি। নবান্নে অভিযানের একাধিক ভিডিও প্রকাশ পুলিশের।
আমাকে মমতার কোনও পুলিশ আটকাতে পারবে না: তামান্নার মা
'আমার জীবন থাকতে আমি যতদিন বাঁচব আমি লড়াই চালিয়ে যাব। আমাকে মমতার পুলিশ আটকাতে পারবে না। এখনও ১৪ জন আসামী বাইরে খুরো বেরাচ্ছে। RG কর-কাণ্ডের প্রতিবাদে অভয়া মঞ্চের ডাকে ‘কালীঘাট চলো’ অভিযানে যোগ দিতে কলকাতায় আসেন কালীগঞ্জের নিহত তামান্না খাতুনের মা-বাবা। স্টেশন চত্বরে ও ট্রেনের মধ্যে সহযাত্রীদের হাতে রাখি পরিয়ে দেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন শেখ। একবছর পার, অভয়াও বিচার পায়নি, আমার মেয়েও বিচার পায়নি। এর প্রতিবাদেই পথে নামা, জানিয়েছেন কালীগঞ্জে তৃণমূলের বিজয়োল্লাসে ছোড়া বোমায় নিহত চতুর্থ শ্রেণির ছাত্রীর মা-বাবা। আজ সকালে পলাশি স্টেশন থেকে ট্রেনে চড়ে কলকাতা রওনা দেন তাঁরা। এদিন কালীঘাট চলো অভিযানে অভয়া মঞ্চে বক্তব্য রাখেন তিনি।


















