Dev : প্রশাসনিক বৈঠকের আগেই দেবের নামে ঘাটাল জুড়ে পোস্টার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বর্ষা আসতেই বানভাসি ঘাটালের বিস্তীর্ণ এলাকা। জল থইথই পথে চলছে নৌকায় যাতায়াত। এরই মধ্যে বুধবার মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালে প্রশাসনিক বৈঠক করলেন তৃণমূল সাংসদ দেব। আর তাঁর আসার আগেই ঘাটাল জুড়ে সেচমন্ত্রী ও সাংসদ দেবের বিরুদ্ধে পোস্টার সাঁটাল বিজেপি।
আরও খবর...
বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে বুধবারও উত্তাল হল সংসদ। অধিবেশন শুরুর আগে বিক্ষোভ দেখালেন বিরোধী জোট INDIA-র সদস্যরা। ভোটার তালিকা সংশোধনের নামে ভোট চুরি, ভোট লুঠের অভিযোগে স্লোগান দিলেন তৃণমূল সাংসদরা। তৃণমূলের দাবি, বিজেপির আসল লক্ষ্য বিহার নয়, বাংলা। রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম ভোটব্যাঙ্ক নষ্ট হওয়ার ভয় পাচ্ছে তৃণমূল, পাল্টা অভিযোগ করেছে বিজেপি।
বিজেপির কথায় যারা CAA-তে ফর্ম ফিলাপ করছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কিছুই পাবেন না। কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেল তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার চেয়ারম্যানের গলায়। ভয় দেখাচ্ছেন তৃণমূল নেতা, পাল্টা সুর চড়িয়েছে বিজেপি



















