BSF Detained: স্বামীর কর্মস্থল পাঞ্জাবের পাঠানকোটের উদ্দেশে রওনা দিলেন জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী
ABP Ananda LIVE: ৫ দিন পার, এখনও পাক রেঞ্জার্সের হাতে আটক BSF জওয়ানের খোঁজ মেলেনি । চরম উৎকণ্ঠায় রিষড়ার বাড়িতে দিন কাটাচ্ছে পূর্ণমকুমার সাউয়ের পরিবার । ৮ বছরের ছেলেকে নিয়ে স্বামীর কর্মস্থল পাঞ্জাবের পাঠানকোটের উদ্দেশে রওনা দিলেন জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী । সঙ্গে রয়েছেন পরিবারের সদস্যরা । যাওয়ার আগে পাকিস্তানে আটক BSF জওয়ানের স্ত্রী উগরে দিয়েছেন ক্ষোভ । স্বামীকে উদ্ধার করে আনতে না পারলে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী ও অমিত শা-র সঙ্গে দেখা করবেন বলে তিনি জানিয়েছেন সূত্রের খবর, কীভাবে পাক রেঞ্জার্সের হাতে বন্দি BSF জওয়ানকে দেশে ফেরানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে
আরও খবর..
দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মুর্শিদাবাদে হিন্দু মন্দির সংস্কারের কাজ শুরু করবেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতা লেখেন, অক্ষয় তৃতীয়ার দিন মুর্শিদাবাদ জেলার জেহাদিদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হিন্দু মন্দিরগুলির পুনর্নির্মাণ ও সংস্কার প্রক্রিয়া শুরু করব। বর্তমানে এই মন্দিরগুলি জেহাদিদের ঘৃণ্য, নিন্দনীয় এবং বর্বরোচিত আক্রমণের চিহ্ন বহন করছে। সমস্ত সনাতনী ধর্মীয় আচার-অনুষ্ঠান যথাযথভাবে পালন করে শুদ্ধিকরণ এবং সংস্কার প্রক্রিয়া করা হবে। হিন্দু-বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছ থেকে কোনও আর্থিক সাহায্য গ্রহণ করা হবে না। আমি পুনরায় বলছি, সমস্ত খরচ হিন্দুরা নিজেরাই বহন করবে। মুর্শিদাবাদের হিন্দুদের তাঁদের গ্রামের ও পাড়ার মন্দিরে পুজো অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এই মন্দিরগুলি আমাদের তীর্থস্থানের মতোই গুরুত্বপূর্ণ। এক্স হ্যান্ডলে পোস্ট করেন শুভেন্দু অধিকারী।


















