CBI Raid: পরপর ৩দিন, আজ ফের এস বসু রায় কোম্পানির অফিসে CBI,ইতিমধ্যেই ২টি সার্ভার বাজেয়াপ্ত করেছে CBI
ABP Ananda LIVE: পরপর ৩ দিন, OMR-দুর্নীতির শিকড় খুঁজতে আজ ফের সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে CBI অভিযান। ২ দিনে সাড়ে ১৯ ঘণ্টা তল্লাশির পর আজ ফের হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। ইতিমধ্যেই ২টি সার্ভার বাজেয়াপ্ত করেছে CBI. সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে সাইবার বিশেষজ্ঞ, কম্পিউটার বিশেষজ্ঞদের নিয়ে চলছে তল্লাশি। OMR ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে CBI-কে অল-আউট ঝাঁপানোর নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। প্রয়োজনে সরকারি বা বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার সাহায্য নিতে নির্দেশ দেন তিনি। ৭ সপ্তাহের মধ্যে CBI-কে তদন্ত-রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
গতকাল মদন মিত্র(madan mitra) বলেছিলেন, জয়ন্ত সিংকে তিনি ঘনিষ্ঠভাবে চেনেন, কিন্তু তিনি জয়ন্ত তাঁর ঘনিষ্ঠ নন। যদিও ফুটেজে আড়িয়াদহের তালতলা (Arihadaha Incident)স্পোর্টিং ক্লাবের ক্লাবেরই একটা অনুষ্ঠানে, জয়ন্ত সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছিল এই মদন মিত্রকেই! যেখানে তৃণমূলের জনপ্রতিনিধি এবং থানার আইসির সামনেই, জয়ন্ত সিংকে গলায় মালা পরিয়ে রীতিমতো সংবর্ধনা দেওয়া হয়েছিল! আড়িয়াদহকাণ্ডে মূলত অভিযুক্ত জয়ন্ত রায়ের নাম এই মুহূর্তে শিরোনামে। যার বিরুদ্ধে আগেও মারধরের অভিযোগ এসেছে। এবার কাঠগড়ায় শাসকদলের এই কর্মী। যা নিয়ে ইতিমধ্যেই শাসকদলে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। এমনিতেই বেধড়ক মারধরের ঘটনা উত্তাল রাজ্য রাজনীতি। প্রশ্ন তুলেছে বিজেপির শীর্ষ নের্তৃত্বও। এদিকে এমন এক পরিস্থিতিতে ঘনিষ্ঠ জয়ন্তের একের পর অত্যাচার ফাঁস, দায় এড়ানোর মরিয়া চেষ্টায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ।জয়ন্ত-'ঘনিষ্ঠতার' ছবি প্রকাশ্যে আসার পরেও ঘনিষ্ঠ নয় বলে দাবি মদনের। জয়ন্ত-বাহিনীকে চেনার কথা স্বীকার করেও ঘনিষ্ঠ নেই বলে দাবি জানিয়েছেন তিনি। গ্যাং-জয়ন্তের ত্রাসের জন্য পুলিশকেই দায়ী করে দূরত্ব তৈরির মরিয়া চেষ্টা। প্রতিবাদ করলেই খুন হয়ে যাব, বলছেন খোদ কামারহাটির তৃণমূল বিধায়ক। দুষ্কৃতীদের সঙ্গে মন্ত্রীদের একাংশেরও যোগাযোগের বিস্ফোরক অভিযোগ।