Priomary Tet: দীর্ঘদিন নিয়োগ নেই, চলতি বছরে হচ্ছে না প্রাথমিকের টেট, খবর সূত্রের। ABP Ananda Live
ABP Ananda Live: দীর্ঘদিন নিয়োগ নেই, চলতি বছরে হচ্ছে না প্রাথমিকের টেট, খবর সূত্রের। 'এখনও পুরনো পরীক্ষারই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি'। তাই এবছর পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নেই, খবর প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের।
আর এখানেই আরও একটা প্রশ্ন উঠেছে এসেছে, টেট নিয়েই বা কী হবে, যদি নিয়োগ না হয় ? সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন,' প্রথম প্রশ্ন হচ্ছে যে, পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ দুর্নীতি এতটাই আকণ্ঠ ডুবে আছে, ওরা যতক্ষণ না নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করতে পারছেন, আদালত থেকে ওদের নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ না হচ্ছে, দুর্নীতির কারণে, ততক্ষণ নিয়োগ হবে না। নিয়োগ না হলে পরে ওরা মনে করছেন টেট নেওয়া যাবে না। আইনত প্রত্যেক বছর টেট নেওয়া প্রয়োজন। টেটে যারা পাশ করবেন, তারা এই টেট সার্টিফিকেটের ভিত্তিতে অন্যান্য রাজ্যেও কিন্তু দরখাস্ত করতে পারেন। অতয়েব এরাজ্যের বেকারিত্ব বৃদ্ধি হচ্ছে ক্রমশ। সেক্ষেত্রে যারা চাকরি প্রার্থী, শিক্ষিত ছেলে, তাঁরা টেট পাশ করলে অন্য রাজ্যে গিয়েও চাকরি পেতে পারতেন, সেই পথটাও বন্ধ হয়ে যাচ্ছে। রাজ্য সরকারের দুর্নীতি ও অপরিকল্পনার জন্য, আমাদের শিক্ষিত বেকারদের বেকারিত্ব বৃদ্ধি হচ্ছে। পশ্চিমবঙ্গে তাঁরা মাথা খুড়ে মরছে। এবং তাঁদের ভিনরাজ্যের যাওয়ার সুযোগটাও কেড়ে নেওয়া হচ্ছে।'