পুর-যুদ্ধ (Seg 3): বিধাননগর থেকে শিলিগুড়ি, গণনার শুরু থেকেই TMC-র দাপট সর্বত্র | Bangla News
বিধাননগরে ১২ নং ওয়ার্ডে এগিয়ে নির্দল প্রার্থী মমতা মণ্ডল। বিধাননগরে ৩১ নং ওয়ার্ডে এগিয়ে সব্যসাচী দত্ত। ৩ রাউন্ডের শেষে ১ হাজার ১৭৪ ভোটে এগিয়ে সব্যসাচী। বিধাননগরে ২৯ নং ওয়ার্ডে এগিয়ে তৃণমূলের কৃষ্ণা চক্রবর্তী। ১ হাজার ১১১ ভোটে এগিয়ে তৃণমূলের কৃষ্ণা চক্রবর্তী। শিলিগুড়ির ২০ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের অভয়া বসু। শিলিগুড়ির ২৩ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের লক্ষ্মী পাল। ২ হাজার ৪৫৮ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী পাল। শিলিগুড়ির ১৬ নং ওয়ার্ডে জিতলেন কংগ্রেসের সুজয় ঘটক। শিলিগুড়ির ৪৭ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের অমর আনন্দ দাস। এই ওয়ার্ড বামেদের থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ির ৩৩ নং ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেসের গৌতম দেব। বিধাননগরে ৩ নং ওয়ার্ডে এগিয়ে তাপস চট্টোপাধ্যায়ের মেয়ে আরাত্রিকা।
এদিকে, "উত্তরপ্রদেশে ভোট চলছে। শান্তিপূর্ণভাবে প্রথম দফার নির্বাচন হয়েছে। কোনও ঝামেলা হয়নি। আমি জানতে চাই, পশ্চিমবঙ্গে কী এত শান্তিপূর্ণ নির্বাচন হয়? কেরলেও এক অবস্থা। রাজনৈতিক হিংসা এই দুই রাজ্য ছাড়া আর কোথায় হয়েছে?", ফের বাংলা ও কেরলের বিরুদ্ধে সুর চড়ালেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।