Madan Mitra: 'এখন হটাৎ করে মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেছে', কোন প্রসঙ্গে এই মন্তব্য মদনের?
ABP Ananda LIVE: 'যারা ভেবেছিল জোর খেলা খেলেছে, তারা ভাবেনি পরিবার অমিত শাহকে চিঠি লিখবেন' । 'নিহত চিকিৎসকের পরিবার চিঠি লিখবেন, আর অমিত শাহ দেখাও করবেন না' আন্দোলনটা শেষ হয়ে গিয়েছে বলে কটাক্ষ মদন মিত্রের।
আরও খবর, পরপর ২দিন। ফের পিছোল আর জি কর-শুনানি। আজ মামলা শুনবেন, দেখবেন CBI-এর স্টেটাস রিপোর্ট। জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আজ সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে মুখবন্ধ খামে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার কথা CBI-এর। কীভাবে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ? জানানোর কথা রাজ্য সরকারের। আগের শুনানিতেই সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। সিভিক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, কোন আইনে পশ্চিমবঙ্গে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে? কী পদ্ধতিতে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়? সিভিক ভলান্টিয়ার নিয়োগের যোগ্যতামান কী? সিভিক ভলান্টিয়ারদের পূর্ব অপরাধের কোনও ইতিহাস যাচাই করা হয় কি না বা কী পদ্ধতিতে যাচাই করা হয়, কোন কোন প্রতিষ্ঠানে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে? সিভিক ভলান্টিয়ারদের বেতন কী ভাবে দেওয়া হয় ও তার জন্য কত অর্থ বরাদ্দ করা হয়? এছাড়াও সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, এটা একটা সুন্দর ব্যবস্থা, যেখানে রাজনৈতিক মদতপুষ্ট ব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিযুক্ত করা হচ্ছে।