পুর-যুদ্ধ (Seg 8): কলকাতার পর চার পুরভোটেও তৃণমূলের জয়জয়কার | Bangla News
চার পুরভোটেও তৃণমূলের দাপট। এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "আমি, আমার দল মানুষের কাছে কৃতজ্ঞ। শান্তিপূর্ণ ভোট হয়েছে। এই জয় মানুষের জয়। আমাদের আরও বেশি নম্র-মানবিক হতে হবে। কোনওরকম প্ররোচনা ছাড়া জয়ের উত্সব পালন করুন। উত্তরবঙ্গে গতবার অনেক আসনে জিতেও মানুষের জন্য কিছু করেনি বিজেপি। যা করেছি আমরা করেছি। আজ দেখুন শিলিগুড়িতে কত উন্নয়নমূলক কাজ হচ্ছে। ভোটের সময় কংগ্রেস-বিজেপি-সিপিএমের বোঝাপড়া। উত্তরপ্রদেশে বেটি পড়াওয়ের নামে মেয়েদের জ্বালিয়ে দেওয়া হয়। ওখানে নারীদের কোনও নিরাপত্তা নেই। কৃষকদের আন্দোলনে গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে। কী বিচার পেয়েছেন সাধারণ মানুষ?"
এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "উত্তরপ্রদেশে প্রথম দফায় ৩৭টি আসন পেতে পারে অখিলেশ। গোয়ায় সবে সংগঠন গড়ে তুলছি আমরা। গোয়ার রাজনীতিতে কেনাবেচা হয়। গোয়ার ভোটে ঘরে ঘরে পৌঁছেছে তৃণমূল। এবার গোয়ায় আমরা পথ চলা শুরু করব। কংগ্রেস ওদের মতো চলবে, আমরা আমাদের মতো চলব। আমরা আঞ্চলিক দলগুলি নিজেদের মধ্যে কথা বলছি। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে আমি কথা বলেছি। ব্যক্তিগত কারও প্রতি কোনও উষ্মা আমার নেই। চব্বিশের ভোটে একের বিরুদ্ধে এক লড়াইয়ের পরিবেশ তৈরি করা কংগ্রেসের দায়িত্ব।" শিলিগুড়ি পুরভোট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, "শিলিগুড়ির মেয়র হচ্ছেন গৌতম দেব (Goutam Deb)"।
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata News: নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/851940733a3185cd94ea52bb90a2a2b01739803759405894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)