Ration Scam : রতুয়ায় তৃণমূলের বিরুদ্ধে বেআইনিভাবে রেশন ডিলারশিপ পাইয়ে দেওয়ার অভিযোগ। ABP Ananda Live
রাজ্যে রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তের মাঝে এবার মালদার রতুয়ায় তৃণমূলের বিরুদ্ধে বেআইনিভাবে রেশন ডিলারশিপ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগকারীর দাবি, আবেদনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও, নিয়ম বহির্ভূতভাবে রেশন ডিলারশিপ পাইয়ে দেওয়া হয় রতুয়া ১ নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রীর স্বামীকে। এ নিয়ে আদালতের দ্বারস্থ হন অভিযোগকারী। তাঁর দাবি, সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের রায় তাঁর পক্ষে গেলেও রেশন ডিলারশিপ দিতে টালবাহানা করছে জেলা খাদ্য দফতর। এ নিয়ে মুখ খুলতে চাননি তৃণমূল নেত্রীর স্বামী। আদালতের নির্দেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানিয়েছে খাদ্য দফতর। বিজেপির কটাক্ষ, রেশন দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে গিয়েছেন, এবার বাকিদেরও জেলে যাওয়ার পালা। অস্বস্তিতে পড়ে দলীয় যোগ অস্বীকার তৃণমূলের (TMC)।


















