Recruitment Scam: 'অযোগ্য চাকরিপ্রাপকের সংখ্যা আড়াই হাজারের বেশি', জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য
ABP Ananda LIVE: অযোগ্য চাকরিপ্রাপকদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য। রাজ্যজুড়ে সামনে এসেছে ৩০-৩৫ জন নতুন এজেন্টের নাম। অযোগ্য চাকরিপ্রাপকের সংখ্যা আড়াই হাজারের বেশি। খবর সিবিআই সূত্রের।
অযোগ্য চাকরিপ্রাপকদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই (CBI)। সূত্রের খবর, রাজ্যজুড়ে প্রায় ৩০-৩৫ জন নতুন এজেন্টের নাম সামনে এসেছে। এর মধ্যে বেশ কিছু প্রভাবশালীরও নাম মিলেছে বলে খবর সূত্রের। সিবিআই সূত্রে দাবি, অযোগ্য চাকরিপ্রাপকদের সংখ্যা আড়াই হাজারের বেশি। ইতিমধ্যেই প্রায় ২৩০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের নতুন এজেন্টদের নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, প্রভাবশালীদের দ্বারা পরিচালিত এই চাকরি জালিয়াতির অপারেশন, পরিচালিত হয়েছে এজেন্টদের নেটওয়ার্কের মাধ্যমে।CBI সূত্রে যেরকম দাবি, তাতে জেলায় জেলায়, রন্ধ্রে রন্ধ্রে নিয়োগ দুর্নীতির জাল বিছিয়েছিলেন এজেন্টরা। ২০১৬ সালের SSC-র প্যানেলে অযোগ্য চাকরিপ্রাপকদের চিহ্নিত করার কাজ চালাচ্ছে CBI.কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, রাজ্যজুড়ে প্রায় ৩০-৩৫ জন নতুন এজেন্টের নাম সামনে এসেছে। CBI সূত্রে দাবি, তাঁদের মধ্যে ৩ থেকে ৪ জন যথেষ্ট প্রভাবশালী। চাকরি বিক্রির টাকা লেনদেন হয়েছিল এই সব এজেন্টদের মাধ্যমে।