SSC Case: বাড়ছে চাপ, আজ কি যোগ্যদের তালিকা প্রকাশ করবে SSC? ABP Ananda Live
ABP Ananda Live: চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসার পরে তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই অনুযায়ী সোমবারই SSC-র তরফে তালিকা প্রকাশের জোরালো সম্ভাবনা। তবুও সেই তালিকায় কি ভরসা রাখতে পারছেন চাকরিহারারা? অন্যদিকে ওই একই দিনে আবার SSC ভবন অভিযানের ডাক দিয়েছে যোগ্য শিক্ষকশিক্ষিকা অধিকার মঞ্চ।
'পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন লাগু হবে না..', শোনপুরে স্পষ্ট বার্তা সায়নীর
১৪ এপ্রিল অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড়ের শোনপুর বাজার। পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি আক্রান্ত হন পুলিশকর্মীও। রবিবার, ISF-এর বিরুদ্ধে আগুন-ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে শোনপুর বাজারে প্রতিবাদ সভা করে তৃণমূল। সভা থেকে, একদিকে বিজেপিকে দাঙ্গাবাজ আক্রমণ। অন্যদিকে মুর্শিদাবাদ দাঙ্গার নেপথ্যে বিজেপি আইএসএফের হাত রয়েছে বলে অভিযোগ তুলল তৃণমূল। যদিও তৃণমূলের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ আইএসএফ ও বিজেপি। সায়নী ঘোষ এদিন বলেন, আইনি লড়াই আমরা লড়ছি। আমাদের মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, সকল মুসলিম ভাইদের প্রতি, সকল মুসলিম মা-বোনেদের প্রতি আমাদের সহমর্মিতা আছে। আমরা তাঁদের পাশে আছি। আর যেখানে, যাই হয়ে যাক না কেন, পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন কোনওভাবে লাগু হবে না।'



















