RG Kar Doctor Death: আর জি কর কাণ্ডের তদন্তে সিবিআই রাডারে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়
ABP Ananda LIVE: তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে সিবিআই। আর জি কর মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়। রাজ্য মে়ডিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান ও তৃণমূল বিধায়ক সুদীপ্ত। আর জি কর কাণ্ডের তদন্তে সিবিআই রাডারে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক।
আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চন্দন লৌহের টালার ফ্ল্যাটে হানা ইডি-র। টালা পোস্ট অফিসের পাশে আবাসনের পাঁচতলার ফ্ল্যাটে চন্দন ও তাঁর স্ত্রী ক্ষমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর জি কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের কাছেই চন্দনের স্ত্রী ক্ষমা লৌহর একটি কফি স্টল রয়েছে। অভিযোগ, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হওয়ায় বেআইনিভাবে চন্দনকে ওই স্টল পাইয়ে দেওয়া হয়েছিল। এর আগে ২৫ অগাস্ট আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়ম মামলায় চন্দন লৌহর ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই। নিজাম প্যালেসে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় চন্দন ও ক্ষমাকে