RG Kar News: 'CBI ৭ মাসে কিছুই জানায়নি, অগ্রগতি নিয়ে কিছুই জানতে পারিনি,' বললেন নির্যতিতার পরিবার
ABP Ananda Live: '৭ মাস ধরে আর জি কর-কাণ্ডের তদন্ত চলছে, কিছুই জানায়নি CBI। কলকাতা পুলিশ ৫দিন তদন্ত করে ১দিন যোগাযোগ করেছিল। CBI ৭ মাসে কিছুই জানায়নি, অগ্রগতি নিয়ে কিছুই জানতে পারিনি। চার্জশিটের একটা পাতায় অভিজিৎ-সন্দীপ নিয়ে জানিয়েছিল', তারপরে আর কিছুই জানায়নি CBI, কোর্টে অভিযোগ পরিবারের । ট্রায়ালের সময়েও ঢুকতে দেওয়া হয়নি, অভিযোগ পরিবারের ।
ভারত দখলের হুমকি দিয়ে এবার নিজের দেশেই বিমানঘাঁটি নিরাপদ রাখতে ব্যর্থ বাংলাদেশ। নৈরাজ্যের বাংলাদেশে কক্সবাজারে বিমানঘাঁটিতে দুষ্কৃতী হামলা। দুষ্কৃতী হামলায় মৃত ১ নাগরিক, বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে খবর প্রকাশিত হয়েছে এই খবর। মৃতের মাথার পিছনে গভীর ক্ষত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
কী বলছে বাংলাদেশ
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, "কক্সবাজার বিমানঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ার কিছু অপরাধী কক্সবাজার বিমান বাহিনীঘাঁটিতে হামলা চালায়। বাংলাদেশ বিমান বাহিনী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।" এর মধ্যে স্থানীয়রা পাথর ছুঁড়লে উভয় পক্ষেরই বেশকিছু জন আহত হয়। যার ফলে হিংসাত্মক রূপ নেয় সংঘর্ষ । তবে কতজন এখনও আহত হয়েছে তা নিয়ে কর্তৃপক্ষ সঠিক সংখ্যা উল্লেখ করেনি। এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আধিকারিকরা।


















