RG Kar:CP, DC নর্থ,স্বাস্থ্য অধিকর্তা,স্বাস্থ্য অধিকর্তাকে সরানো নিয়ে জুনিয়র ডাক্তারদের আক্রমণ সৌগতর
ABP Ananda LIVE: ৩৮ দিনে আন্দোলন, ৮ দিনে ধর্না, এবার সৌগতর নিশানায় জুনিয়র ডাক্তাররা। সিপি, ডিসি নর্থ, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তাকে সরানো নিয়ে জুনিয়র ডাক্তারদের আক্রমণ সৌগতর। 'এটা চিকিৎসকদের জয় বলে মনে করি না, ট্রান্সফার নিয়ে নাকি ডিস্কো নাচছিল কি না জানি না। তিন-চারজন অফিসার ট্রান্সফার হয়েছে, তাঁরা তো পারমানেন্ট। সবার ক্ষমতার সীমাবদ্ধতা বোঝা উচিত। দুদিন বৈঠক ভেস্তে দিয়ে মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন, আমাদের গায়ে জ্বালা ধরেছে। জুনিয়র ডাক্তাররা মনে করছে তাঁরা বিপ্লবী হয়ে গেছে। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে তির্যক মন্তব্য করিনি, করার সুযোগ ছিল', জুনিয়র ডাক্তারদের আক্রমণ তৃণমূল সাংসদ সৌগত রায়ের।
তদন্তে যে সমস্ত সূত্র মিলেছে, তাতে বোঝা যাচ্ছে মৃত চিকিৎসকের বাবার উদ্বেগ যথাযথ : প্রধান বিচারপতি। সিবিআই তাদের রিপোর্টে যা লিখেছে, তা দেখে আমরা বিচলিত : প্রধান বিচারপতি। 'কেন কলকাতা পুলিশ মাত্র ২৭ মিনিটের সিসিটিভি ফুটেজ দিয়েছে?' প্রশ্ন প্রধান বিচারপতির। ৭ থেকে ৮ ঘণ্টার ফুটেজ দেওয়া হয়েছে, দাবি কপিল সিব্বলের। কেন পুরো সিসিটিভি-র ফুটেজ দেওয়া হয়নি? ফুটেজ খতিয়ে দেখা দরকার, প্রতিক্রিয়া ফিরোজ এডুলজির। কেন DVR বাজেয়াপ্ত করছেন না, তারপর তো ফুটেজ ঠিক আছে না বিকৃত আছে দেখতে পারেন : প্রধান বিচারপতি। অকুস্থলের আশপাশের সিসিটিভি-র ফুটেজ কি সিবিআই-কে দেওযা হয়েছে? প্রশ্ন প্রধান বিচারপতির। DVR সিবিআই-কে দেওয়া হয়েছে, সমস্ত ফুটেজ দেওয়া হয়েছে, সই করে তা গ্রহণ করেছে সিবিআই, দাবি কপিল সিব্বলের। পেনড্রাইভে ১০০ জিবি জায়গা থাকতে পারে কিন্তু সেখানে হয়তো কয়েক মিনিটের ফুটেজ ছিল, তুষার মেহতা। কর্মবিরতি নিয়ে রাজ্যের দাবি বিভ্রান্তিকর, সিনিয়র ডাক্তাররা ওভারটাইম করে পরিস্থিতি স্বাভাবিক রাখছে, চিকিৎসকদের আইনজীবী। মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে রাজ্যের দেওয়া রিপোর্ট অসত্য, চিকিৎসকদের আইনজীবী।