RG Kar News: ১০ মিনিটের মধ্যে ব্যারিকেড তুলতে হবে না তুললে CP-কে আসতে হবে, ডেডলাইন জুনিয়র ডাক্তারদের
ABP Ananda LIVE: লালবাজারের সামনে ব্য়ারিকেড খুলে দেওয়ার দাবি আন্দোলনরত ডাক্তারি পড়ুয়াদের। নয়তো পুলিশ কমিশনারকে সেখানে আসার দাবি। ডেডলাইন বেঁধে দিলেন আন্দোলনকারীরা।
আরও খবর..
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আলিপুর ডিএম অফিস ঘেরাও। ডোরিনা ক্রসিংয়েও বিজেপির ধর্না অবস্থান চলছে। বিজেপির তপশিলি মোর্চার ডাকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ধর্না কর্মসূচি চলবে ।
সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্যের। রাজ্যের আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য
আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের পর ২৪ দিন পার, এখনও কিনারা হয়নি সেই রহস্যের। এই প্রেক্ষাপটে আজ লালবাজার অভিযানের ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে হামলার সময় কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ? প্রশ্ন তুলে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাস্তায় নামছেন জুনিয়র ডাক্তাররা। আজ দুপুর দুটোয় কলেজ স্কোয়ারে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেখান থেকে মিছিল করে লালবাজার অভিযানে যাবেন জুনিয়র ডাক্তাররা। লালবাজারের আগেই বউবাজারে লোহার পাঁচিল দিল পুলিশ, যান চলাচল বন্ধ