RG Kar News: হেনস্থা ও মিথ্য়া মামলায় ফাঁসানের অভিযোগ, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে বিক্ষোভ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আমার এবং আপনার কলম ভাঙার চেষ্টা চলছে, এই যুদ্ধটা সেই লাগাচ্ছে যে কোনওদিন কলমটা হাতে নেয়নি। এর মধ্যে রয়েছেন ১১২জন। পশ্চিমবঙ্গের ১১২ জন বিধায়ক আছে, যারা কলেজের মুখ দেখেনি। তারা শিক্ষানীতি করবে? সেই শিক্ষানীতিতে একজন কলেজের অধ্যক্ষ রাস্তায় দাড়িয়ে কথা বলতে পারবে না,আর যদি বলে তাঁর বিরুদ্ধে এফআইআর হবে। কী ধরনের রাজনীতি চলছে আর কী ধরনের সমাজনীতি চলছে কী ধরেনের নেতা-নেত্রী আর কী ধরনের মুখপাত্র ? এই প্রশ্নটাই করতে লজ্জা লাগছে। বললেন আসফাকুল্লা।
গুলেন বেরি সিনড্রোমে NRS হাসপাতালে মৃত্যু হয়েছে আমডাঙার ১৭ বছরের কিশোরের
গুলেন বেরি সিনড্রোমে NRS হাসপাতালে মৃত্যু হয়েছে আমডাঙার ১৭ বছরের কিশোরের। পরিবারের অভিযোগ, NRS মেডিক্যাল কলেজে আনার পরে শারীরিক দুর্বলতার কথা বলে ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছিল রোগীকে। জোর করেই হাসপাতালে ভর্তি করা হয়। GB সিনড্রোম শনাক্ত হওয়ার পর দেখা যায়, হাসপাতালে প্রয়োজনীয় ইঞ্জেকশন নেই, রোগীর পরিবারকে বাইরে থেকে কিনতেও দেওয়া হয়নি। পরে প্লাজমা থেরাপি শুরু হলেও, কিশোরকে বাঁচানো যায়নি বলে পরিবারের অভিযোগ। আমডাঙার বাসিন্দা অরিত্র মণ্ডলকে স্থানীয় হাসপাতাল থেকে ২১ জানুয়ারি NRS হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার মৃত্যু হয় বারাসাত গভর্নমেন্ট স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রের। ডেথ সার্টিফিকেটে সেপটিক শক, GB সিনড্রোমের উল্লেখ রয়েছে।


















