RG Kar News: 'পুলিশ বলছে মেয়েরা এত চিৎকার করছে কেন....নিরাপদ কোথায়?', বললেন প্রতিবাদী | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বিটি রোডে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও প্রাক্তনীদের রাত জাগো কর্মসূচি। অভিযোগ, মত্ত অবস্থায় পুলিশ লেখা বাইক নিয়ে প্রতিবাদীদের মধ্যে ঢুকে পড়েন সিঁথি থানার সিভিক ভলান্টিয়ার গঙ্গাসাগর গোন্ড।প্রতিবাদে সিঁথি মোড়ে অবরোধ করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র-ছাত্রী ও প্রাক্তনীরা। এফআইআর দায়ের করে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে হেফাজতে নিল পুলিশ। সাড়ে ৪ ঘণ্টা পর অবরোধ তুললেন প্রতিবাদীরা।
আরও খবর...
আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিটি রোডে প্রতিবাদ। প্রতিবাদে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা। প্রতিবাদীদের অভিযোগ, পুলিশ লেখা বাইক নিয়ে ঢুকে পড়ে সিভিক ভলান্টিয়ার। মত্ত অবস্থায় ছিলেন তিবি। তড়িঘড়ি তাঁকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। সিঁথি মোড়ে অবস্থান কর্মসূচি পড়ুয়া ও প্রাক্তনীদের। প্রতিবাদের আঁচ পেতেই অ্যাকশনে পুলিশ। সিভিক ভলান্টিয়ার এর বিরুদ্ধে এফআইআর। হেফাজতে নিল পুলিশ।পুলিশ অ্যাকশন নিতেই সিঁথি মোড়ে সাড়ে ৪ ঘণ্টার অবরোধ তুললেন প্রতিবাদীরা।