RG Kar Protest: নাগরিক সমাজের বিরাট মশাল মিছিল, বিচার চেয়ে হুইলচেয়ারে মিছিলে সামিল প্রতিবন্ধীরাও | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আজ একদিকে সিজিও কমপ্লেক্স অভিযান করলেন জুনিয়র ডাক্তারা, অন্যদিকে মশাল হাতে বিরাট মিছিলে সামিল হল নাগরিক সমাজ।
আরও খবর..
জীবনানন্দ লিখেছিলেন, "নগরীর রাজপথে, মোড়ে মোড়ে চিহ্ন পড়ে আছে।" আর এখন আমাদের মহানগরীর রাজপথের মোড়ে-মোড়েও, প্রতিদিন আমরা দেখছি চিহ্ন। বেনজির নাগরিক প্রতিবাদের স্পর্ধিত চিহ্ন।
আর জি কর-কাণ্ডে পদক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডাক্তাররা। 'আমরা যা করার করব, কিন্তু রাজ্য সরকারের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। কীভাবে বাংলায় হাসপাতাল চলছে, কী ঘটছে, সবাই দেখছে', রাজ্য সরকারের দায়িত্ব মনে করিয়ে বার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর।
ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার বারাসতের তৃণমূল কাউন্সিলর। ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে কাউন্সিলর-সহ গ্রেফতার ৮ । ব্যবসায়ীকে অপহরণ করে ২ কোটি ২৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ। 'বারাসাতে ২ নং ওয়ার্ডে তৃণমূল কার্যালয় থেকেই অপহরণের ছক। ব্যবসায়ীকে অপহরণের মূল চক্রান্তকারী তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। কাউন্সিলরের নির্দেশেই ২ কোটি ২৫ লাখ টাকা মুক্তিপণ চায় তাঁর শাগরেদ', কাউন্সিলরের ফোন থেকে উদ্ধার প্রচুর তথ্য, সিআইডি সূত্রে খবর