RG Kar: 'রাজনীতি করছেন অভয়ার মা' ! নবান্ন অভিযানে অভয়ার মায়ের আহত হওয়া নিয়ে রাজনৈতিক তরজা
ABP Ananda LIVE: নবান্ন অভিযানে অভয়ার মায়ের আহত হওয়া নিয়ে রাজনৈতিক তরজা। রাজ্য়ের মন্ত্রী জাভেদ খান বললেন, রাজনীতি করছেন অভয়ার মা। ডাক্তার মেয়ের ধর্ষণ ও খুনের বছর পূর্তিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার মা-বাবা। আর তারপরেই অভয়ার মায়ের বিরুদ্ধে মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলল তৃণমূল। রাজ্যের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস বিধায়ক জাভেদ খান প্রশ্ন তুললেন, বিজেপির সঙ্গে ওনার মিছিলে যাওয়ার কী দরকার ছিল, তদন্ত নিয়ে CBI-কে কেন প্রশ্ন তুলছেন না? দিল্লিতে বিক্ষোভ না দেখিয়ে এখানে বিক্ষোভ করে কী লাভ? এ নিয়ে অভয়ার বাবা জানিয়েছেন, তারা চেয়েছিলেন স্বাধীন তদন্তকারী সংস্থা আদালতের নজরদারিতে তদন্ত করুক। আদালত সিবিআইয়ের নির্দেশ দেয়। এছাড়াও অভয়ার বাবার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ। পাল্টা নিহত তরুণী চিকিৎসকের বাবার প্রশ্ন, নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদের ২ দিন পর সিজিও কমপ্লেক্সে কী করতে গেছিলেন কুণাল ঘোষ?




















