RG Kar protest: RG কর-কাণ্ডে বিচারের দাবিতে আজ ফের নবান্ন অভিযান। বন্ধ হাওড়া ও দ্বিতীয় হুগলি সেতু
ABPAnanda LIVE: RG কর-কাণ্ডে বিচারের দাবিতে আজ ফের নবান্ন অভিযান। আগেই বন্ধ হাওড়া ও দ্বিতীয় হুগলি সেতু। রেড রোড, খিদিরপুর রোড, হাওড়া জুড়ে রাস্তায় কন্টেনার, ব্যারিকেড। নবান্ন অভিযান ঘিরে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা নিয়ে তিতিবিরক্ত সাধারণ মানুষ। দৈনন্দিন কাজকর্ম লাটে ওঠার জোগাড়। RG কর-কাণ্ডে বিচারের দাবিতে আজ নবান্ন অভিযান। মিছিল আটকাতে তৎপর পুলিশ। রানি রাসমণি অ্যাভিনিউয়েও লৌহকপাট। লোহার ব্য়ারিকেড শিকল দিয়ে বাঁধা। পুলিশের তরফে ‘শান্তি বজায় রাখুন’, ‘ডোন্ট ক্রস লাইন‘ লেখা ব্যানারে ছেয়ে গেছে গোটা রাস্তা। RG কর-কাণ্ডে বিচারের দাবিতে আজ ফের নবান্ন অভিযান। মিছিল আটকাতে তৎপর পুলিশ। রেড রোডের দুই প্রান্তে দাঁড় করানো হয়েছে বড় বড় ২টি কন্টেনার। নবান্নমুখী রাস্তাগুলোতে বাঁশ ও লোহার ব্যারিকেড বেঁধে পোক্ত করা হয়েছে নিরাপত্তা। হাওড়ার ফোরশোর রোডেও নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হাওড়া ব্রিজে ওঠার অ্যাপ্রোচ রোডগুলোতেও নিরাপত্তার কড়াকড়ি। সাঁতরাগাছি এবং কোনা এক্সপ্রেসওয়ের বেলেপোলেও আঁটসাঁট নিরাপত্তা। রানি রাসমণি অ্যাভিনিউয়েও লৌহকপাট।

















