RG Kar: 'লাল-মুখোশধারীরাই 'WE Want Justice' স্লোগান তুলছে', RG Kar কাণ্ডে শাসকের নিশানায় প্রতিবাদীরা
ABP Ananda Live: আর জি কর-কাণ্ডে ফের শাসকের নিশানায় প্রতিবাদীরা। 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান নিয়ে কটাক্ষ তৃণমূল নেতার সিপিএমকেও নিশানা পূঃ বর্ধমানের প্রাক্তন সভাধিপতি দেবু টুডুর। 'বাংলায় আবার 'উই ওয়ান্ট জাস্টিস' কী? ইংরেজরা চলে এলো নাকি' 'লাল-মুখোশধারীরাই 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তুলছে'। আক্রমণ তৃণমূল নেতা, পূঃ বর্ধমানের প্রাক্তন সভাধিপতি দেবু টুডুর।
আরও খবর, শর্ত' বেঁধে জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাক সরকারের। 'অনশন প্রত্যাহার করে আলোচনায় বসতে হবে'। অনশন প্রত্যাহার করে সোমবার নবান্ন সভাঘরে বৈঠকের 'শর্ত'। 'সোমবার বিকেল ৫টায় বৈঠক, আসতে হবে বিকেল সাড়ে ৪টায়'। 'বৈঠক হবে ৪৫ মিনিটের, ১০ জন জুনিয়র ডাক্তার যোগ দিতে পারবেন'। কতক্ষণের বৈঠক, তাও নির্দিষ্ট করে জুনিয়র ডাক্তারদের ইমেল মুখ্যসচিবের। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথার পরে অনশনকারীদের কড়া বার্তা সরকারের




















