Saare 7tay Saradin : 'লোকসভা ভেঙে দিক' মন্তব্য অভিষেকের, 'পরাজিতের আর্তনাদ', পাল্টা কটাক্ষ শমীকের
ABP Ananda LIVE: লোকসভা ভেঙে দিয়ে সারা দেশে SIR হোক। SIR নিয়ে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ক্ষমতা থাকলে এখনই ভেঙে দিক। পাল্টা কটাক্ষ বিজেপির। বাংলা থেকে কারও নাম বাদ গেলে এবার হবে কমিশন ঘেরাও। ১ লক্ষ মানুষকে নিয়ে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেক ।
আরও খবর...
'নাগরিকত্ব প্রমাণে যথেষ্ট নয় আধার কার্ড', নির্বাচন কমিশনের অবস্থানকে মান্যতা দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ভোটার তালিকায় বিশেষ সংশোধনী নিয়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট
'নাগরিকত্ব প্রমাণে যথেষ্ট নয় আধার কার্ড', নির্বাচন কমিশনের অবস্থানকে মান্যতা দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 'তালিকা ত্রুটিমুক্ত করাই ভোটার তালিকায় বিশেষ সংশোধনের উদ্দেশ্য', কমিশনের অবস্থানে কার্যত সায় দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।ভোটার তালিকায় বিশেষ সংশোধনী নিয়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট।

















