Saokat Molla: নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা তৃণমূল বিধায়কের কনভয়ের পাইলট কারের, মৃত্যু বাইক আরোহীর
ABP Ananda LIVE: তৃণমূল বিধায়কের কনভয়ের পাইলট কারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। ঘটকপুকুর থেকে সায়েন্স সিটি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সওকত মোল্লার কনভয়ের পাইলট কারের ধাক্কা। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের কনভয়ের পাইলট কারের। বাইকে ধাক্কার পর ল্যাম্প পোস্টে ধাক্কা কনভয়ের পাইলট কারের। ঘটনার সময় গাড়িতে ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু বাইক আরোহীর, পুলিশ সূত্রে খবর।
'জনগণের কাছে ক্ষমা চাইছি', দাগি তালিকা প্রকাশ হতেই TMC নেতার কান ধরে ওঠবস!
সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের মুখে ১ হাজার ৮০৬ জন দাগি শিক্ষকের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। এরই মধ্যে স্কুল সার্ভিস কমিশনের তালিকায় অনেক দাগি প্রার্থীর নাম নেই, সোমবার সুপ্রিম কোর্টে অভিযোগ জানালেন চাকরিহারা এক যোগ্য শিক্ষক। পুরো বিষয়টা যাচাই করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, সর্বোচ্চ আদাতের নির্দেশ, স্কুলে যোগ দেননি কিন্তু 'দাগি' এমন কেউ যেন পরীক্ষায় বসতে না পারেন।
এই সব ঘটনার মধ্যেই দাগি তালিকা প্রকাশ হতেই তৃণমূল নেতার কান ধরে ওঠবস-এর ভিডিও ভাইরাল । বিবেক দংশনে তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলরের ওঠবস এমনটাই মনে করছে অনেকে। কান ধরে ওঠবস করে জনগণের কাছে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা।



















