Saraswati Puja:বাণীবন্দনায় নজিরবিহীন দৃশ্যের সাক্ষী বাংলা।বাগদেবীকেও টেনে আনা হল রাজনীতির গলিতে
ABP Ananda LIVE: বাগদেবীকে ঘিরে যে বাগযুদ্ধ শুরু হয়েছে, তা থামার কোনও লক্ষণ নেই। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "পশ্চিমবঙ্গে হাজার হাজার সরস্বতী পুজো হয়। কোনও একটা জায়গায় সমস্যা হতে পারেয বিজেপি এসব নিয়ে বাজে কথা বলছে।" আবার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলছেন, "যে দল পুরোপুরি মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছে, 'তালিবানাইজেশন' করার সুযোগ করে দিচ্ছে, ভোটের জন্য পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন, তাঁদের সাংসদরা এই ধরনের কথা বলবেন।" কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী আবার বিতর্ক ছড়ানোর জন্য বিজেপিকে দায়ী করছেন। অন্যদিকে রাজ্যের শিক্ষা-সংস্কৃতির অবনমনের দায় তৃণমূলের ওপর চাপিয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
বারুইপুরে মাদক কারবারীর বাড়িতে টাকার পাহাড়
বারুইপুরে মাদক কারবারীর বাড়িতে টাকার পাহাড়। এখনও পর্যন্ত প্রায় ২৬ লক্ষ টাকার হদিশ! বাড়ি ভাড়া নিয়ে মাদকের রমরমা কারবার। বারুইপুর পুলিশ-রাজ্য পুলিশের STF-র অভিযান। বারুইপুরের মণ্ডলপাড়ায় অভিযান, কোটি টাকার মাদক। কোটি টাকা মূল্যের প্রায় ১ কেজি হেরোইনের হদিশ। শাশুড়িকে সঙ্গে নিয়ে জামাইয়ের কারবার, ২জন গ্রেফতার।
টাকার পাহাড়ের হদিশ এই রাজ্যে নতুন নয়। বারবার টাকার গোনার মেশিন আনতে হয়েছে অভিযানের স্থলে। এদৃশ্য বহুবার টিভির পর্দায় দেখেছে রাজ্য। আর প্রতিটা টাকার পাহাড়ের উৎস খুঁজতে গিয়ে ঢিল পড়েছে মৌমাছির চাকে। বলার অপেক্ষা রাখে না, কী কী বিস্ফোরক তথ্য একেকটা মামলায় সামনে বেরিয়ে এসেছে। তবে বারুইপুরে কীভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে মাদকের ব্যবসা চালাচ্ছিল শাশুড়ি ও জামাই ? তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। আশা করা যায়, পুলিশি জেলার আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসবে।


















