Sheikh Sahajahan :'শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ', দাবি CBI সূত্রে
ABP Ananda LIVE : সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে CBI । শেখ শাহজাহানের মেয়ে ও এলাকার বিভিন্ন জায়গায় ঘুরছেন CBI আধিকারিকরা। নতুন পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান। 'শেখ শাহজাহান সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন'। 'শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ'। গোপন সূত্রে অভিযোগ পেয়ে এলাকায় CBI আধিকারিকরা।
আরও পড়ুন...
লালগোলায় BDO-র কোয়ার্টারে তাণ্ডব, গ্রেফতার ২
লালগোলায় BDO-র কোয়ার্টারে তাণ্ডব, গ্রেফতার ২। রামনগর ভিলেজ মোড় থেকে গ্রেফতার দুই যুবক। BDO-র আবাসনের সামনে গামছায় মুখ বেঁধে কয়েকজনকে ইট ছুড়তে দেখা যায়। CC ক্যামেরার ফুটেজ খতিয়ে লালগোলার রামনগর থেকে গ্রেফতার ২। ধৃতরা রামনগরের বাসিন্দা কামিরুল ইসলাম, সেসম ইয়ামউদ্দিন। লালগোলা থানায় অভিযোগ দায়ের বিডিও-র, গ্রেফতার ২। কী কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ।
চাঁচল থানার সামনে ধর্না তুলতে তুলকালাম, রাত পেরিয়ে সকাল, এখনও চাঁচল থানার সামনে ধর্নায় বিজেপি সাংসদ
চাঁচল থানার সামনে ধর্না তুলতে তুলকালাম। রাত পেরিয়ে সকাল, এখনও চাঁচল থানার সামনে ধর্নায় বিজেপি সাংসদ। ধর্না তুলতে এলাকায় পুলিশ, ব্যাপক উত্তেজনা। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা বিজেপি কর্মী সমর্থকদের।


















