Sikkim Flash Flood: মেঘভাঙা বৃষ্টিতে সিকিমে ভয়াবহ বিপর্যয়, নিখোঁজ একাধিক সেনা জওয়ান। ABP Ananda Live
Sikkim Flash Flood: মেঘভাঙা বৃষ্টিতে সিকিমে ভয়াবহ বিপর্যয় (Sikkim Flash Flood)। নিখোঁজ ২৩ সেনা জওয়ান, গভীর উদ্বেগপ্রকাশ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। প্রয়োজনে সিকিম সরকারকে সহযোগিতার আশ্বাস। উত্তরবঙ্গের (North Bengal) পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যয় মোকাবিলায় মুখ্যসচিবকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ। কালিম্পং, দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ির (Jalpaiguri) বাসিন্দাদের নিরাপদ স্থানে সরাতে নির্দেশ। সিকিমে আটকে রয়েছেন বাংলার অন্তত ২ হাজার পর্যটক। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সিকিম প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে নবান্ন। বিপর্যয় মোকাবিলায় নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর - ০৩৩-২২১৪৩৫২৬। পর্যটন দফতরের কন্ট্রোল রুমের নম্বর - ১৮০০-২১২-১৬৫৫ ও ৯০৫১৮৮৮১৭১

















