Shantanu Sen: ২ বছরের জন্য শান্তনু সেনকে সাসপেন্ডের সিদ্ধান্ত IMA কলকাতা শাখার
ABP Ananda LIVE : বিদেশি ডিগ্রি বিতর্কে এবার IMA কলকাতা শাখা থেকে সাসপেন্ড শান্তনু । ২ বছরের জন্য শান্তনু সেনকে সাসপেন্ডের সিদ্ধান্ত IMA কলকাতা শাখার । ২ বছরের জন্য ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল, এবার সদস্যপদেও সাসপেন্ড । 'শুধুই সম্মানহানির চেষ্টা, মিথ্যে অভিযোগে মেডিক্যাল কাউন্সিল থেকে বাদ' । 'অনৈতিক, অন্যায় কাজ করতে করতে সীমালঙ্ঘন, এর যোগ্য জবাব পাবে' । IMA কলকাতা শাখা থেকে সাসপেনশন নিয়ে পাল্টা চ্যালেঞ্জ শান্তনু সেনের ।
বাদুড়িয়ায় বসিরহাট-স্বরূপনগর রোড অবরোধ করেন স্থানীয়রা
বর্ষাকাল এলেই ভুগতে হয় এই সমস্য়ায়। বছরের পর বছর ধরে অভিযোগ জানিয়েও হয়নি সমস্য়ার সমাধান। শনিবার সেই অভিযোগকে সামনে রেখেই বাদুড়িয়ায় বসিরহাট-স্বরূপনগর রোড অবরোধ করেন স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে, তাঁদের সঙ্গেও শুরু হয় বচসা। আঙুল উঁচিয়ে পুলশিকে হুঁশিয়ারি দিতে দেখা যায় বিক্ষোভকারীদের একাংশকে। চলে তুমুল তর্কাতর্কি। ঘণ্টাখানেকের জন্য় অবরুদ্ধ হয় পড়ে রাস্তা। পুলিশ আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে আসেন তৃণমূল নেতা ও শায়েস্তানগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রকাশ সর্দার। কিন্তু গ্রামবাসীদের সঙ্গে আলোচনা চলাকালীনই কাটে তাল। পঞ্চায়েত প্রধানের অভিযোগ, আলোচনা চলাকালীন তাঁকে অসম্মান করা হয়। এরপর তিনি চলে যেতে চাইলে মারমুখী হয়ে ওঠে গ্রামবাসীদের একাংশ। ক্ষোভ উগরে দেন তাঁর বিরুদ্ধে।






















