Ghatal News: ঘাটাল কলেজে ছাত্র ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগে স্লোগান, পাল্টা স্লোগান | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ঘাটাল কলেজে ছাত্র ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগে স্লোগান, পাল্টা স্লোগান । ভর্তির ফি নিয়ে দুর্নীতি হয়েছে, অভিযোগ তুলে ঘাটাল কলেজ ঘেরাও SFI-এর । TMCP বাধা দিলে দু'পক্ষের বচসা । জাল রসিদ দিয়ে ইউনিয়নের নামে টাকা তোলা হচ্ছে, অভিযোগ SFI-এর । ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছে SFI, পাল্টা অভিযোগ TMCP-র
আরও খবর...
গুরুগ্রামে বাঙালি হেনস্থা, ভয়ঙ্কর ছবি পোস্ট তৃণমূলের ! বাংলাদেশি সন্দেহে বাঙালিদের পুলিশি হেনস্থার অভিযোগ। ভিডিও পোস্ট করে পুলিশি নির্যাতনের অভিযোগ তৃণমূলের।
'বাঙালিদের অমানবিকভাবে তুলে নিয়ে যাচ্ছে হরিয়ানা পুলিশ'। 'পুরুষ-মহিলা নির্বিশেষে হরিয়ানা পুলিশ তুলে নিয়ে যাচ্ছে'। ভিডিও পোস্ট করে অভিযোগ তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়ের।
পুলিশকে অনুব্রতর কুকথা, নথিপত্র নিয়ে দিল্লিতে বীরভূম পুলিশ। কুকথাকাণ্ডে বীরভূম পুলিশের উত্তরে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন, খবর সূত্রের। যিনি পুরোটা জানেন, তাঁকে আসতে বলুন, বলা হয়েছে কমিশনের তরফে, খবর সূত্রের। এর আগে বীরভূম জেলা পুলিশের ২ আধিকারিক যান জাতীয় মহিলা কমিশন দফতরে। এর আগে এই মামলায় হাইকোর্টের নির্দেশে ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন SP। সেই হাজিরার পর তদন্ত সংক্রান্ত আরও নথিপত্র চেয়ে পাঠানো হয়েছিল। সেই নথিপত্র নিয়ে আজ দিল্লিতে হাজিরা দেন বীরভূম জেলা পুলিশের ২ আধিকারিক।

















