Kolkata News: বারবার চিহ্নিত দাগিদের পাশে রাজ্য, বারবার আদালতে ধাক্কা | SSC Case
ABP Ananda Live: ২০১৬ সালের SSC নিয়ে যাবতীয় বিতর্ক যাদের জন্য়, তারা হল সেই 'দাগি' চাকরিপ্রার্থীরা। যোগ্য়তা না থাকা সত্ত্বেও, যারা ব্য়াপক দুর্নীতি করে, কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে চাকরি পেয়েছে। এই 'দাগি'দের জন্য়ই ২০১৬ সালের পুরো প্য়ানেল বাতিল করেছে আদালত। এই 'দাগি'দের জন্য়ই আজ রাস্তায় বসতে হয়েছে যোগ্য়দেরও। কিনতু, যাবতীয় বিতর্ক, সমালোচনা সত্ত্বেও রাজ্য় সরকার শুরু থেকে এই দাগিদেরই পাশে। মন্ত্রিসভার সিদ্ধান্তে তৈরি, যে 'অতিরিক্ত শূন্য়পদ' নিয়ে বিতর্কের ঝড় ওঠে, তা দুর্নীতিগ্রস্তদের চাকরি বাঁচাতেই তৈরি হয়েছিল বলে অভিযোগ ওঠে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার যোগ্য়-অযোগ্য় আলাদা করার কথা বললেও, তা করা হয়নি। সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখার পর, ৭ এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়যে সভা করেন, সেখানেও তিনি বলেছিলেন--- "আগে যোগ্যদেরটা হয়ে যাক। বাদবাকি যাঁরা থাকবেন যাঁদের অযোগ্য বলা হচ্ছে তাঁদের বিরুদ্ধে কী কী প্রমাণ আছে আমি দেখব।" এরপর SSC-র নতুন নিয়োগে দাগিদের অংশগ্রহণ আটকাতে হাইকোর্টে মামলা হলে, সেখানেও দাগিদের হয়ে লাগাতার সওয়াল করেন সকুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। তিনি সরাসরি এই প্রশ্নও তোলেন যে, "কারও দোষপ্রমাণ হয়েছে? কোন আইনে এদের আটকানো হবে?" বুধবারও ডিভিশন বেঞ্চের শুনানিতে কার্যত দাগিদের হয়ে সওয়াল করে, অ্যাডভোকেট জেনারেল বলেন, "নিয়োগে অংশ নিতে না দেওয়া হলে সেটা মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে।" এই প্রেক্ষাপটে যোগ্য় চাকরিহারারা বলছেন, দাগিদের প্রতি রাজ্য় সরকারের যতটা দরদ, যোগ্য়দের প্রতি অবহেলা ততটাই স্পষ্ট!
'জঙ্গিরা ধর্ম দেখে দেখে গুলি করার সময় পেল কী করে ? কেন ইনটেলিজেন্স বারবার ফেল করছে? '
পহেলগাঁওকাণ্ডে গোয়েন্দা ব্য়র্থতার অভিযোগ তুলতে গিয়ে, বিরোধীদের ওপর কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তার প্রসঙ্গ টেনে আনল তৃণমূল। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক নেতাদের বাড়িতে না পাঠিয়ে দেশের সুরক্ষার কাজে লাগান। ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিও প্রশ্ন তোলেন, এত জঙ্গি ঢুকছে, আমরা আটকাতে পারছি না কেন? পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ভারতীয় সেনাবাহিনীর সাফল্যকে সম্মান জানিয়ে বিধানসভায় প্রস্তাব পাঠের আলোচনাতেও উঠে এল কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের হেনস্থার অভিযোগের প্রসঙ্গ!কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক নেতাদের বাড়িতে না পাঠিয়ে দেশের সুরক্ষার কাজে লাগান।মোদি সরকারকে খোঁচা দিলেন মুখ্য়মন্ত্রী। বর্ডার পেরিয়ে পহেলগাঁওয়ে কীভাবে ঢুকে পড়ল জঙ্গিরা? সেনিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কেন আগে থেকে হামলার খবর ছিল না গোয়েন্দাদের কাছে? প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি সরকার ব্যর্থ হয়েছে। দেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। রাজনীতি করতে গিয়ে দেশকে বিক্রি করবেন না। বিজেপি সরকারের পদত্যাগ চেয়ে সরব হন মুখ্যমন্ত্রী।


















