Mamata Banerjee : মুখ্যমন্ত্রীর বৈঠকের আগে গেট পাস নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে ধুন্ধুমার
ABP Ananda Live: মুখ্যমন্ত্রীর বৈঠকের আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে ধুন্ধুমার। গেট পাস নিয়ে পুলিশের সামনেই চাকরিহারাদের দু’পক্ষের মারপিট। রাস্তায় ফেলে একপক্ষ মারল আরেক পক্ষকে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেল পুলিশ। গেট পাস বিক্রির অভিযোগ তুললেন চাকরিহারাদের একাংশ। আরেক পক্ষ দাবি করল, অযোগ্যরাই পাস পায়নি। পাস কেড়ে নেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে জড়িয়ে গেল রাজনীতিও। "৭ হাজারকে পাস দেওয়া হয়েছে। ১৮ হাজার লোককে অবৈধ ঘোষণা করে দিয়েছে, পাস না দেওয়ার মাধ্যমে।" বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। শান্তিপূর্ণভাবে রামনবমী হওয়ার পর মাথার ঠিক নেই। পাল্টা কটাক্ষ করলেন কুণাল ঘোষ।
রান্নার গ্য়াসের মূল্যবৃদ্ধিতে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর, 'বাহবা নন্দলাল, হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল..'!
সাধারণ মানুষের ঘাড়ে বাড়ল আরও খরচের বোঝা। রান্নার গ্য়াসের দাম এক লাফে ৫০ টাকা বাড়াল মোদি সরকার। ৮২৯ টাকা থেকে বেড়ে, রান্নার গ্য়াসের একেকটা সিলিন্ডারের দাম হল ৮৭৯ টাকা। যা শুনে সাধারণ মানুষের মাথায় হাত! আর অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তো হু হু করে কমেছে। তাহলে সাধারণ মানুষ তার সুবিধা পাচ্ছে না কেন? এ যেন গোদের ওপর বিষফোড়া!ব্ল্য়াক মনডে।একটা ধাক্কা সামলে ওঠার আগেই, সাধারণ মানুষের ঘাড়ে একের পর এক বোঝা।
শেয়ার বাজারে ভয়ঙ্কর ধসের জেরে ১ দিনে ১৩ লক্ষ কোটি টাকা উধাও। এর কয়েকদিন আগেই ১ এপ্রিল দাম বাড়ানো হয়েছে ৭৪৮টা ওষুধের। আর এবার রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম বাড়াল মোদি সরকার। ৮২৯ থেকে সোজা ৮৭৯। এক লাফে ৫০ টাকা দাম বাড়ানো হল রান্নার গ্য়াসের সিলিন্ডারের। এই খবরে আর পাঁচ জনের মতোই মাথায় হাত পড়েছে পাটুলির বাসিন্দা শীলা ঘোষের। এভাবে বেড়ে চলা খরচের ধাক্কা কীভাবে সামলাবেন, বুঝে উঠতে পারছেন না।


















