SSC News: 'SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না 'দাগি'রা', রায় ডিভিশন বেঞ্চের
ABP Ananda LIVE:হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে বৃহস্পতিবারই ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে ।SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না 'দাগি'রা। ২৮ পাতার সেই নির্দেশনামার ছত্রে ছত্রে, রাজ্য সরকার ও SSC-র ভূমিকার কড়া সমালোচনা করেছে আদালত।এসএসসি মামলায় এবার রাজ্য এবং কমিশনের কাছে একাধিক নথি তলব কলকাতা হাইকোর্টের। চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের কাছে রাজ্য এবং কমিশনের তরফ থেকে জমা দেওয়া নথি এবং হলফনামা তলব। হলফনামা তলব করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। নতুন বিধি চ্যালেঞ্জ করে মামলার প্রেক্ষিতে সোমবার নিজের বক্তব্য জানাবে রাজ্য এবং কমিশন।একইসঙ্গে ২০১৬ র তুলনায় শূন্যপদ কমিয়ে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে নিজেদের অবস্থান জানাবে রাজ্য এবং কমিশন।এই বিধি চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছিল, এই মামলার শুনানি আগামী সোমবার রয়েছে। ফলত সেই মামলার ক্ষেত্রে মূল যে প্রয়োজনীয় বিষয়, বা ডকুমেন্টগুলির প্রয়োজন রয়েছে বলে কলকাতা হাইকোর্ট মনে করছে, সেইগুলিই কিন্তু আজকে সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছে। এবং সেই নির্দেশে স্পষ্টত বলা হয়েছে যে, ২৬ হাজার চাকরি বাতিলের মামলা যখন সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল, সেই সময় রাজ্য সরকার, এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, যে ডকুমেন্ট এবং তার পাশাপাশি, যে যে হলফনামা সেখানে পেশ করা হয়েছিল, তার প্রত্যেকটা আগামী সোমবারের মধ্যে, কলকাতা হাইকোর্টের কাছেও পেশ করতে হবে। যা ভিত্তিতে এই মামলার বিচারপক্রিয়া এগোবে।

















