এক্সপ্লোর
SSC Protest:ময়ূখ ভবনের সামনে বিক্ষোভ গ্রুপ ডি ও সি পদে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা।Bangla News
SSC-তে নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ। আজ ময়ূখ ভবনের সামনে বিক্ষোভ দেখান গ্রুপ ডি ও গ্রুপ সি পদে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, মৌখিক আশ্বাস নয়, এক মাসের মধ্যে হাতে নিয়োগপত্র দিতে হবে। পরে বিক্ষোভকারীদের ২ জন প্রতিনিধি আচার্য ভবনে SSC-র চেয়ারম্যানকে ডেপুটেশন দিতে যান। কিন্তু তাঁরা জানান, চেয়ারম্যান ডেপুটেশন নেননি। তা দফতরের তরফে রিসিভ করা হয়েছে। দাবি না মিটলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।
জেলার
প্রতি বছরের মতো এবছরও কলকাতার বুকে পালিত হল 'বিজয় দিবস',উপস্থিত ছিলেন রাজ্যপাল
আরও দেখুন

















